
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদের জন্য খারাপ খবর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-কেকেআর ম্যাচে বৃষ্টির থাবা। বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল। টসের কিছুক্ষণ আগে থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। যার ফলে পিছিয়ে গেল টস। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, ম্যাচ হওয়ার সম্ভাবনা খুবই কম। জোরেই বৃষ্টি হচ্ছে। মাঠে জল জমে গিয়েছে। চিন্নস্বামী স্টেডিয়ামের নিকাশি ব্যবস্থা ভাল হলেও, আরও কিছুক্ষণ টানা বৃষ্টি চললে ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ারই সম্ভাবনা বেশি। অন্তত এই মুহূর্তে বেঙ্গালুরুর পরিস্থিতি দেখে তেমনই মনে হচ্ছে।
খেলা না হলে কোনও সমস্যায় পড়বে না আরসিবি। ইতিমধ্যেই প্লে অফ নিশ্চিত করে ফেলেছে বিরাট কোহলিরা। কিন্তু ম্যাচ ভেস্তে গেলে আইপিএল থেকে ছিটকে যাবে কেকেআর। আটদিন বন্ধ থাকার পর শনিবার আবার শুরু হচ্ছে আইপিএল। ম্যাচটা কেকেআরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে বাকি দুটো ম্যাচ জিততেই হবে অজিঙ্ক রাহানেদের। ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে নাইটরা। বাকি দুটো ম্যাচ জিতলে ১৫ পয়েন্ট হবে। তবে তাসত্ত্বেও অন্যদের রেজাল্টের দিকে তাকিয়ে থাকতে হবে। কিন্তু এদিন খেলা না হলে, প্লে অফ থেকে সরাসরি বিদায় নেবে গতবারের চ্যাম্পিয়নরা। সেক্ষেত্রে সানরাইজার্সের সঙ্গে শেষ ম্যাচ শুধুই নিয়মরক্ষার। এদিন সন্ধেয় কেকেআরের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বৃষ্টির একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি সন্ধে সাড়ে ছটার। অর্থাৎ, টসের নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগের। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, 'রেন রেন গো অ্যাওয়ে! কেকেআর অ্যান্ড আরসিবি ওয়ান্ট টু প্লে।' তবে বেঙ্গালুরুর বর্তমান পরিস্থিতি খুব একটা আশা জাগাচ্ছে না। মাঠে না নেমেই হয়তো ছিটকে যেতে হতে পারে রাহানেদের।
উইকেটের পর অটোগ্রাফ দিতে দিতে কড়া শাস্তি, নিষেধাজ্ঞার মুখে পড়লেন দিগ্বেশ
অবসর নিয়ে কোনও কথা হয়নি, আরসিবির ড্রেসিংরুমের সিক্রেট ফাঁস সল্টের
'অত সহজে সরে যাওয়া যায়!' ইডেনে ফাইনাল ফেরানোর বিষয়ে আশাবাদী সৌরভ
'অত সহজে সরে যাওয়া যায়!' ইডেনে ফাইনাল ফেরানোর বিষয়ে আশাবাদী সৌরভ
ভূমিকা বদলাচ্ছে, বাকি আইপিএলে কোন পজিশনে ব্যাট করতে দেখা যাবে রাহুলকে?
ভিলেন হতে পারে চিন্নাস্বামীর আবহাওয়া, আইপিএলের ফিরতি পর্বের প্রথম ম্যাচে নজর রয়েছে কোহলির দিকেই
'জানতাম আইপিএল আবার শুরু হবে, তাই প্রস্তুতি বন্ধ করিনি', বেঙ্গালুরু ম্যাচের আগে জানালেন নাইট তারকা
'জানতাম আইপিএল আবার শুরু হবে, তাই প্রস্তুতি বন্ধ করিনি', বেঙ্গালুরু ম্যাচের আগে জানালেন নাইট তারকা
ফিরছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার, বড় সেটব্যাক দিল্লির